ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পুলিশের বিশেষ অভিযানে ১০০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)।

প্রকাশিত: ১৫:০৪, ১৭ ডিসেম্বর ২০২৪

পুলিশের বিশেষ অভিযানে ১০০ রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার ১

আটক জুয়েল মিয়া রাসেল

নরসিংদী রায়পুরায় ১০০ রাউন্ড কার্তুজ (গুলি) সহ জুয়েল মিয়া রাসেল (২৫) নামে একজনকে আটক করেছে রায়পুরা থানা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা সাতটায় মির্জাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মাহমুদাবাদ লিজা জর্দ্দা কোম্পানীর মেইন গেইটের সামনে সিলেট-ঢাকাগামী মামুন পরিবহনে তল্লাসী চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি স্যামসাং ফোনও উদ্ধার করে পুলিশ।

আটককৃত জুয়েল মিয়া রাসেল রায়পুরা উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের  মৃত হাবিব মিয়ার ছেলে। রায়পুরা থানার এসআই ইকরাম উজ্জামন ও এএসআই জুয়েল রানা সহ অন্যান্য অফিসার ফোর্স এ অভিযান পরিচালনা করেন। 

পরে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে রায়পুরা থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনাকালে যাত্রীবাহী মামুন পরিবহন ঢাকা মেট্রো-ব-১৫-৪১৩০ যোগে সিলেট সুনামগঞ্জ হইতে ঢাকা শহরের দিকে আসার সময় রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে একশত কার্তুজসহ জুয়েল মিয়া রাসেল নামে এক যুবককে আটক করা হয়।

এসময় তার হাতে থাকা একটি ব্যাগ থেকে একশত শর্টগানের ব্যবহৃত কার্তুজ (গুলি), একটি স্যামসাং এর মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞেসাবাদে সে জানায়, কার্তুজ (গুলি) গুলো রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে সে দীর্ঘদিন যাবৎ সরবরাহ করে আসছে। 

তিনি আরো বলেন, উপজেলায় এসকল অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে পুলিশ আরো তৎপর হয়ে সেগুলো উদ্ধারে কাজ করে যাবে। এছাড়াও গুলি উদ্ধারের বিষয়ে নিয়মিত আইনে মামলা রুজুর কথাও জানান তিনি।

সাইদুর

×