ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুয়াকাটায় কৃষকের ফলনধরা গাছ কেটে দিলো দূর্বৃত্তরা

নিজস্ব সংবাদদাতা,কলাপাড়া, পটুয়াখালী।

প্রকাশিত: ১৩:৪৪, ১৭ ডিসেম্বর ২০২৪

কুয়াকাটায় কৃষকের ফলনধরা গাছ কেটে দিলো দূর্বৃত্তরা

ছবি:কৃষকের ফলনধরা কাটা গাছ

কুয়াকাটায় কৃষক হাবিব মৃধার সবজি ক্ষেতের কয়েকশ' ফলন ধরা গাছ গভীর রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। পৌরসভার মেলাপাড়া গ্রামে এমন নাশকতার ঘটনা ঘটেছে। উপার্জনের অবলম্বন সবজি ক্ষেতের এমন সর্বনাশ করায় হাবিব মৃধা দু’চোখে অন্ধকার দেখছেন।  তিনি এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের এক নেতা গাজী ইউসুফ আলীকে দায়ী করেছেন।

হাবিব মৃধা জানান, জমি নিয়ে বিরোধের কারণে রবিবার দিবাগত গভীর রাতে তার সবজি ক্ষেতের  কয়েকশ' লাউ, টমেটো, বেগুন, আম, পেয়ারা, কাঠালসহ ফলন্ত গাছ কেটে দেয়া হয়েছে।এমন সর্বনাশে মানুষটি দিশেহারা হয়ে গেছেন।

প্রায় দুই একর জায়গায় দুই লাখ টাকা খরচ করে চাষাবাদ করেন কচ্ছপখালী এলাকার কৃষক হাবিব মৃধা সবজির আবাদ করেন।  কয়েকদিন আগে সবজি বিক্রি শুরু করেছেন। এরই মধ্যে তার এমন সর্বনাশ করা হয়েছে। ক্ষেতের প্রায় ৭০ শতাংশ গাছ কেটে দেওয়া হয়েছে । এখন সব গাছ নেতিয়ে গেছে।  এমন ক্ষতির বিচার দাবি করেন তিনি ।

গ্রামের বাসিন্দা সোলায়মান জানান, অমানবিক, এই কাজে শুধু এই কৃষকের না দেশের ক্ষতি করা হয়েছে। জড়িতদের কঠিন শাস্তি হওয়া দরকার ।

কৃষক হাবিবুর রহমান আরও জানান, তার কমপক্ষে পাঁচ লাখ টাকার ক্ষতি করা হয়েছে । এতদিনের শ্রম, টাকা সব শেষ। তার দাবি, এই জমি আগে আওয়ামীলীগের ক্ষমতার জোরে দখল করে  রেখেছে। এখন তারা থেমে নেই। ইউসুফ মহুরির লোকজন ছাড়া আর কেউ তার এমন ক্ষতি করেনি বলে হাবিবের মন্তব্য। তিনি ক্ষতিপূরণের পাশাপাশি জড়িতদের  বিচার চেয়েছেন।

অভিযুক্ত গাজী মো. ইউসুফ আলী গণমাধ্যম কে  বলেন, '৫ তারিখের পরে আমরা পরিবারসহ এলাকার বাইরে, আমি এলাকা থেকে অনেক দূরে আছি। এখন আমার বিরুদ্ধে মামলা করার জন্য ষড়যন্ত্র করে তাঁদের এই কাজের দোষ আমার ওপর  চাপানো হচ্ছে। গাছগুলো কে বা কারা কেটেছে এগুলো আমি কিংবা আমার পরিবারের কারও জানা নেই। আমার ওপর আনা এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। '

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাইদুর

×