ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, মীরসরাই,  চট্টগ্রাম

প্রকাশিত: ২১:১৮, ১৬ ডিসেম্বর ২০২৪

মীরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

চট্টগ্রামের মীরসরাইয়ে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অয়ন কুমার দাস (১৯) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সাড়ে ১২টা‌ সময় মিঠাছড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত অয়ন কুমার দাস উপজেলার ৯নং মীরসরাই সদর ইউনিয়নের মিঠাছড়া এলাকা যাদব কুমার দাসের বাড়ির রূপন কুমার দাসের ছেলে। সে মীরসরাই ডিগ্রী কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, সোমবার বেলা ১২টা সময় তাদের নির্মাণাধীন ঘরে মোটর দিয়ে পানি ছিটানোর জন্য বৈদ্যুতিক বোর্ডে টুপিন প্রবেশ করার এক পর্যায়ে পানির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (মস্তান নগর হাসপাতালে) সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাফরান

×