ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৭ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিজয় দিবসের টুকিটাকি

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসের টুকিটাকি

বিজয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, গরীব-দুখীদের খাদ্য বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্পসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ
মাগুরায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

সোমবার মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। সকাল সাড়ে ৯টায় নোমানী ময়দানে অবস্থিত অডিটরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসন, পুলিশ সুপার প্রশাসনসহ কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।   
জামায়াতের র‌্যালি
সোমবার মাগুরায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাগুরা জেলা শাখার আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য অধ্যাপক এম বি বাকেরসহ  অঙ্গ সংগঠনের  নেতাকর্মীরা অংশ নেন।
কালকিনিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মহান বিজয় দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার সকালে এ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ হলরুমে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার দাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক বেপারি, বীর মুক্তিযোদ্ধা শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী আকন, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ^াসসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যবৃন্দ।
কুড়িগ্রামে দুরন্ত সাইকেলের উদ্যোগে বিজয়

কুড়িগ্রামে মহান বিজয় দিবসে সাম্য সম্প্রীতি ও শহীদদের শ্রদ্ধা জানাতে বাইসাইকেল র‌্যালির আয়োজন করেছে দুরন্ত বাইসাইকেল প্রতিষ্ঠান। কুড়িগ্রাম সাইকেলিস্ট ও কুড়িগ্রাম বাইকারের সহযোগিতায় এ র‌্যালি বের হয় র‌্যালিতে প্রায় দুই শতাধিক বাইকার অংশ নেন বলে জানানো আয়োজকরা। সোমবার ১৬ ডিসেম্বর সকালে র‌্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সাইকেলিস্ট ক্লাবের রাফিউল ইসলাম রাফি, জাকিউল ইসলাম ও কুড়িগ্রাম বাইকারস ক্লাবের মাহমুদ হোসেন, এএসএম কামাল, ঋদ্ধি খন্দকার,  রকিব হাসান রনি, দুরন্ত বাইসাইকেলের ক্রেস্ট সম্মাননা গ্রহণ করেন কুড়িগ্রাম বালক উচ্চ বিদ্যালয়েরর শিক্ষক দেওয়ান এনামুল হক, নাহিদ, আলমগীর প্রমুখ।
মীরসরাইয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প

মহান বিজয় দিবস উপলক্ষে মীরসরাইয়ের জোরারগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ ডিসেম্বর সুশীল সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে জোরারগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী ৫ শতাধিক অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে চর্ম, মেডিসিন এবং চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সুশীল সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি সাইদুর রহমান চৌধুরী, সহসভাপতি আবদুল মান্নান, সাধারণ সম্পাদক এমরান, সদস্য আবুল হাসেম ভূঁঞা, মনোয়ার হোসেন, মো. আমিনুর রহমান মামুন, আবদুর রশিদ, আবদুল হাই, মো. গোলাম মাওলা, সাহাব উদ্দিন, চিকিৎসা প্রদান করেন ডা. ফারুক হোসেন নিজামী, ডা. আবু সালেহ মো. সালাউদ্দিন চৌধুরী, ডা. রিদোয়ানুল আলম, ডা. আর্য্যরাজ দত্ত প্রমুখ।
বরিশালে বীর মুক্তিযোদ্ধাদের
সম্মাননা ক্রেস্ট প্রদান


মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছেন জেলা প্রশাসন। সোমবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জাতির শ্রেষ্ঠ সন্তান ৮০ জন বীর মুক্তিযোদ্ধাকে (মরণোত্তরসহ) সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রায়হান কাওছার। জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, এবায়দুল হক প্রমুখ।
মোরেলগঞ্জে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
ফুল দিয়ে বরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদেরকে গণসংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় মেলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন অনুষ্ঠানের সভাপতি নির্বাহী অফিসার নাজমুল ইসলাম। সংবর্ধনা অনুষ্ঠানে এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি বদরুদ্দোজা, মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, যুদ্ধকালীন মুজিব বাহিনীর প্রধান বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন হাওলাদার, মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার, সুবেদার (অব.) আব্দুল গফ্ফার।
মাধবপুরে মুক্তিযোদ্ধাদের
সংবর্ধনা

মাধবপুরে বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সকালে তেলিয়াপাড়া চা বাগান স্মৃতিসৌধে মুক্তিযোদ্ধারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসিমের সভাপতিত্বে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম ইমরুল, অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা জারু মিয়া, বীর মুক্তিযোদ্ধা লোকমান মিয়া, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, গোলাপ খান, আলাউদ্দিন আল রনি প্রমুখ।
কাপাসিয়ায় বিনামূল্যে
চিকিৎসাসেবা
 
মহান বিজয় দিবস উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া মেডিকেয়ার হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টার কর্তৃক উপজেলার সম্মানিত ইউনিয়নের চন্ডালহাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি শাহ রিয়াজুল হান্নান। বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক ও চন্ডালহাতা ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা সভাপতি মো. মোশারফ হোসেন মৃধা, সনমানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তপন মেম্বার, সাধারণ সম্পাদক ফারুক হোসেন সরকার, অ্যাড মীর সেলিম সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন ও তৈয়বুর রহমান প্রমুখ। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডা. সালমা খাতুন, সার্জারি বিশেষজ্ঞ ডা. ফারুকুজ্জামান, নাক, কান ও গলার চিকিৎসক মাহমুদুল হাসান সুজন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. তাসনিম তমা, ডা. শুভংকর দাস, ডা. ইমরান ফাহাদ, ডা. মহিউদ্দিন, ডা. সাকির, ডা. দিপ্ত, ডা. মরিয়ম, ডা. একেএম মহিদুল হক, মাইক্রোবায়োলজিস্ট সাখাওয়াত হোসেন নাহিদ।
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

মহান বিজয় দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে নিষিদ্ধ-ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের ব্যানারে তারা এ কর্মসূচি পালন করে। সোমবার সকালে ছাত্রলীগের কিছু নেতাকর্মী একটি ঝটিকা মিছিল নিয়ে টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজে প্রবেশ করে এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানসহ বিভিন্ন স্লোগান দিয়ে কলেজ-ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে তারা সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

নীলফামারীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

মহান বিজয় দিবস উপলক্ষে নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসনের আয়োজনে ৯১ জন মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনা প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদ, জেলা সিভিল সার্জন ডা. হাসিবুর রহমানসহ অন্য অতিথিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শুরুর আগে বীর মুক্তিযোদ্ধাদের ফুল ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। 

মোহাম্মদ আলী

×