ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব সংবাদদাতা

প্রকাশিত: ২০:৩৫, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মানিকগঞ্জের শিবালয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের।

দিবসের শুরুতে উপজেলা পরিষদ চত্ত্বর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন, রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃিক সংগঠনসহ ও সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। 


বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ  পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়। উপজেলার দুশতাধিক  মুক্তিযোদ্ধার হাতে ফুলেল শুভেচ্ছাসহ উপহার সামগ্রী তুলে দেন উপজেলা প্রশাসন। পাশাপাশি  তিনজন যুদ্ধাহত ও দুই শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।


শিবালয় ‍উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন, শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  এআরএম. আল-মামুন, উপজেলা জনস্বাস্থ্য উপ-প্রকৌশলী দবিরুল ইসলাম, উপজেলা বিএনপি সভাপতি রহমত আলী লাবলু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

আশিকুর রহমান

×