বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
চট্টগ্রামের পটিয়ায় ১৬ বছর পর বিশাল শোডাউন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৫৪তম বিজয় দিবস উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে পটিয়ায় পৌর সদরের ইন্দ্রপুল থেকে বাসস্টেশন পর্যন্ত বিশাল বিজয় মিছিল বের করে থানার মোড়ে সভার মধ্য দিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, প্রধান বক্তা ছিলেন জেলা শিক্ষা সম্পাদক ইসমাইল হক্কানী। পটিয়া পৌরসভা জামায়াতের আমীর সেলিম উদ্দীনের সভাপতিত্বে ও পটিয়া উপজেলা জামায়াতের আমীর জসিম উদ্দীনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, সাবেক শিবিরের জেলা সেক্রেটারী ও চট্টগ্রাম মহানগরী বিজনেজ ফোরামের সভাপতি শাহজাহান মহিউদ্দীন, চট্টগ্রাম মহানগরী ব্যাংকার্স ফোরামের সেক্রেটারী আকতার হোসেন, পটিয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর মোজাফফর আহমদ, মাস্টার নাসের আলম শেখ, সাবেক সেক্রেটারী হাসমত আলী, সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মো. সাদেক, উপজেলা জামায়াতের সেক্রেটারী আনোয়ার হোসেন, পৌরসভা জামায়াতের সেক্রেটারী রাশেদুল ইসলাম, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মাহমুদুল হক, ছাত্রশিবির পটিয়া শহর সভাপতি জাহাঙ্গীর আলম, পটিয়া সরকারী কলেজ শিবির সভাপতি মাহবুব উল্লাহ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বদরুল হক বলেন, আওয়ামী লীগ দেশে বৈষম্য সৃষ্টি করে জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরকে জনগণ থেকে মুছে ফেলতে চেয়েছিল। সময়ের পরিক্রমায় আওয়ামী ফ্যাসিস্টরা নিজেরা মুছে গেছে। স্বাধীনতার ৫৪ বছরে এসে মানুষ স্বাধীনতার স্বাধ পেতে শুরু করেছে। বিগত ১৬ বছর মানুষ কথা বলতে পারেনি, ঘরে ঘুমাতে পারেনি। আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ২৪'র গণ অভ্যত্থানের মাধ্যমে পতন করে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্রশিবির এদেশের সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও লড়াই করে যাবে। # ১৬.১২.২৪
আর কে