ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
বাউফলে বিজয় দিবসের র্যালিকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ৪ জন আহত হয়েছেন।
আহতরা হলেন- উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান, পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আমির হোসেন, পৌরসভার ৪নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হৃদয় রায়হান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক রেদোয়ান।
এদের মধ্যে মিজানুর রহমান ও আমির হোসেনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য দুজকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল পৃথক র্যালি বেড় করে।
বাউফল সরকারি কলেজের সামনে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় মিজানুর রহমান, হৃদয় রায়হান ও রেদোয়ান আহত হয়।
ঘটনার পর প্রথমে হৃদয় ও রেদোয়ানকে বাউফল হাসপাতালে এনে ভর্তি করা হয়।
এর কিছুসময় পরে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমানকে নিয়ে পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমির হোসেন হাসপাতালে এলে ছাত্রদল নেতা হৃদয় ও রেদোয়ানের অনুসারীরা তাদের ওপর হামলা করে।
এসময় আমির হোসেনের মাথা ফেটে যায়। পরে সেচ্ছাসেবক দলের সিনিয়র নেতাকর্মী ও উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন,‘এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
আর কে