ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বিজয় দিবসে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

প্রকাশিত: ১৭:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসে চট্টগ্রামে ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

বর্ণাঢ্য র‍্যালি

বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করেন চট্টগ্রামে ছাত্রশিবিরের জনতা। এ সময়  র‍্যালি এবং সমাবেশের আয়োজন করেন তারা। 

সমাবেশে ছাত্রশিবিরের এক নেতা বলেন একাত্তরের পর দেশে যে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছিল তার অবসান ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

ছাত্রশিবির নেতা আরো বলেন আমরা এই সরকারের পাশে সব সময় আছি এবং থাকবো। ফ্যাসিবাদ দমনে ছাত্র জনতা সব সময় কাজ করে যাবে।

ছাত্রশিবিরের আরও এক নেতা বলেন একাত্তরের পর যেই বিশ্বাসঘাতকরা দেশে জন্ম নিয়েছিল তারা একের পর এক দেশের নৈরাজ্য এবং ফ্যাসিবাদ সৃষ্টি করেছেন।

চব্বিশ এর গণঅভ্যুত্থানে ছাত্র জনতার প্রাণের বিনিময়ে সেই স্বাধীনতা আবারো অর্জন করা হয়েছে।

সে কারণেই পুনরায় দেশে কোন অস্থিরতা নৈরাজ্য এবং ফ্যাসিবাদ যাতে সৃষ্টি না হয় সে দিকে সকলকে সজাগ থাকার আহ্বান জানান শিবির নেতা।

তিনি আরো বলেন আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে হয় আমরা আমাদের মাতৃভূমিকে রক্ষা করব আর না হয় জীবন দিব।

আর কে

×