কুষ্টিয়ার দৌলতপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার বিজয়ের প্রত্যুষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সুচনা করা হয়। এরপর মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা পরিষদ চত্বরের স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই সিদ্দিকী। একইসাথে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদার নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ ও দৌলতপুর মুক্তিযোদ্ধা কমান্ড, দৌলতপুর প্রেসক্লাবসহ বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাকে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করা হয়। পতাকা উত্তোলনে শুধুমাত্র পুলিশ ও আনছার বাহিনীর সদস্যরা অংশ নেন। সকাল ১০টায় দৌলতপুর বিএনপি’র সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে বিএনপি দলীয় নেতা-কর্মী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।
মোহাম্মদ আলী