ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বগুড়ায় বিজয় দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার,বগুড়া অফিস

প্রকাশিত: ১৬:৪১, ১৬ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বিজয় দিবস উদযাপন

শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন ও নানা কর্মসুচীর মধ্যে দিয়ে বগুড়ায় বিজয় দিবস উদযাপিত হয়েছে। কর্মসুচীর মধ্যে ছিলো মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ স্মৃতি সৌধ ও শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, আলোচনাসভা সাংস্কৃতিক অনুষ্ঠান, বিজয় র‌্যালী ও পতাকা মিছিল।
তোপধ্বনীর মাধ্যমে দিবসের সুচনা হয়। এরপর মানুষের ঢল নামে শহীদ স্মৃতি সৌধ মুক্তির ফুলবাড়ি’তে। জেলা ও পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পমাল্য অর্পন করেন। এছাড়া বগুড়া কেন্দ্রীয় শহী মিনারের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পার্ঘ্য নিবেদন করা হয়। বগুড়া দিনবদলের মঞ্চ’র আয়োজনে শহরের সাতমাথায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে পতাকা মিছিল বের করে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। জেলা বিএনপি’র পক্ষ থেকে আলোচনাসভা ও বিজয় র‌্যালী করা হয়। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে বিসিকের সহযোগিতায় দিন ব্যাপী বিজয় মেলা এবং পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

মোহাম্মদ আলী

×