যুবদল কর্মী নিহত হয়েছেন।
চট্টগ্রামের মীরসরাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে বাসচাপায় মো. আলী হোসেন সুমন (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলীয় কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন আলী হোসেন। তখন দ্রুতগতির একটি বাস থাকা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
নিহতের চাচা শহিদুল ইসলাম বলেন, আমরা সবাই নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলাম। এসময় আলী হোসেন পেছনের দিকে ছিলেন। মহাসড়ক ধরে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে এলে পেছন থেকে একটি বাস তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে তিনি মারা যান।
এ বিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলম বলেন, সেন্টমার্টিন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তখন সড়কের পাশ ধরে হেঁটে যাওয়া পথচারীদের সঙ্গে বাসের ধাক্কা লাগলে। এরমধ্যে আলী হোসেন নামে একজন নিহত হন। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও তার সহকারী পালিয়ে যান।
আর কে