নিষিদ্ধ ছাত্রলীগ শহিদ মিনারে ফুল দিয়েছে
গণঅভ্যুত্থানের পরে ২৩ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষনা দিয়ে প্রজ্ঞাপন জারি হলেও চট্টগ্রামের পটিয়ায় এর চিত্র ভিন্ন।
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ প্রশাসনের তৎপরতা না থাকায় পুনরায় সংগঠিত হচ্ছে তারা।
১৬ ডিসেম্বর প্রথম প্রহরে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে দত্তপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদের অবস্থান দিয়েছেন। যারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাদের বেশিরভাগ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। এসব নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনায় তোলপাড় চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছবি ও একটি ভিডিও ভাইরাল হয়। অবশ্যই রাতে পটিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে সাবেক ছাত্রলীগ নেতা ও পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশকে গ্রেফতার করেছেন।
জানা গেছে, গণঅভ্যুত্থানের সময় পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর গুলি ও হামলার অভিযোগে পটিয়া থানায় একাধিক মামলা হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ পর্যন্ত পুলিশ প্রশাসন উল্লেখযোগ্য কাউকে গ্রেফতার করতে পারেনি। এ কারনে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ পুনরায় পটিয়ায় সংগঠিত হতে চলেছে। শহীদ মিনারে ফুল দেওয়ার আগে সাইফুল ইসলাম সাইফু নামের একজন তার ফেইসবুক ঘোষনা দিয়ে বলেন, দেখা হবে আজকে হেডাম থাকলে ঠেকা।
শহীদ মিনারে ফুল দেওয়ার ২ মিনিট ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।
এসময় উপস্থিত উপস্থিত ছিলেন, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ পলাশ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মাজু, পটিয়া উপজেলা যুবলীগের সাবেক সহ সম্পাদক সাইফুদ্দিন সাইফুল, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোরশেদুল আলম অভি, ছাত্র নেতা রবিউল হোসেন ইবলু, পার্থ রুবেল, সাকিব সোহেল, সৈয়দ নুর, পারভেজ ও আমান উল্লাহ শিমুল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রিদুয়ান জানিয়েছেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে ফুল দেওয়ার ঘটনায় পুলিশ ইতোমধ্যে একজনকে গ্রেফতার করেছেন। অন্যান্যদের গ্রেফতার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) আরিফুল ইসলাম জানান, শহীদ মিনারে ফুল দেওয়ার একটি ভিডিও ও ছবি দেখেছি। এটি নিয়ে পুলিশ কাজ করছে।
রিয়াদ