ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল আওয়ামী লীগ!

প্রকাশিত: ১৪:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করতে চেয়েছিল আওয়ামী লীগ!

ছবি: সংগৃহীত

রাজশাহীতে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা এবং তাদের ভারতপ্রীতির অভিযোগ তুলে ধরেন জামায়াত-শিবিরের নেতারা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজশাহী মহানগর জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিজয় র‍্যালি ও আলোচনা সভায় এসব বক্তব্য উঠে আসে।

সভায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইন অভিযোগ করেন, আওয়ামী নামক জগদ্দল পাথর ভারতের অঙ্গরাজ্য পরিণত করার জন্য পরিকল্পনা করেছিল, সেনাবাহিনী তা হতে দেয়নি। দেশের মানুষ দাঁতভাঙা জবাব দিয়ে তাকে ভারতে পাঠিয়েছে। হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে জনতার আদালতে বিচার করতে হবে।

সভায় শিবিরের মহানগর শাখার সাবেক সভাপতি সারওয়ার জাহান প্রিন্স বলেন, ভারত হাসিনার মাধ্যমে দেশের স্বাধীনতা বিপন্ন করার ষড়যন্ত্র করছিল। আমরা ফাঁসির মঞ্চ সাজিয়ে রেখেছি। সাহস থাকলে হাসিনা এসে তার বক্তব্য জনতার সামনে তুলে ধরুক।

মহানগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ এখন ভারতের চোখে চোখ রেখে কথা বলবে। যারা এখনও ভারতের তাবেদার বা দালাল হিসেবে কাজ করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে।

জামায়াতে ইসলামীর মহানগর আমির ড. মাওলানা কেরামত আলী বলেন, ৫৩ বছর পেরিয়ে গেলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। হাসিনা দেশকে ভারতের কাছে লিজ দিয়েছিল। স্বাধীনতা রক্ষার শপথ নিতে হবে এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত, তাদের গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।

সভায় বক্তারা শহীদদের রক্তের চেতনায় বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার করেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

এসময় মহানগর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আলাদা ব্যানার, ফেস্টুন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন। অনুষ্ঠানে মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমনসহ অন্য নেতারাও বক্তব্য রাখেন।

এম.কে.

×