ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

কাশিয়ানীতে বিএনপি’র বিজয় র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা

মোহাম্মদ আশরাফুজ্জামান, কাশিয়ানী উপজেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৪:১৩, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:২৫, ১৬ ডিসেম্বর ২০২৪

কাশিয়ানীতে বিএনপি’র বিজয় র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা

মহান বিজয় দিবস

গোপালগঞ্জের কাশিয়ানীতে মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা বিএনপি'র পক্ষ থেকে বিজয় র‍্যালি ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত। আজ সকাল ১১ টার সময় কাশিয়ানী  উপজেলা শহীদ মিনার চত্বর থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান - প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  একই স্থানে এসে শেষ হয়।  কাশিয়ানী উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে এবং  সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিমের নেতৃত্বে উক্ত র‍্যালি ও আনন্দ শোভাযাত্রায় আর ও  উপস্থিত ছিলেন কাশিয়ানী , উপজেলা  বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হিরু মৃধা, স্বেচ্ছা সেবক দলের আহ্বায়ক ফোরকান,হোসেন টিটু,সদস্য সচিব মিলন খান,উপ জেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, কাশিয়ানী উপজেলা বিএনপি ছাত্র বিষায়ক সম্পাদক বিল্লাল খান, কাশিয়ানী উপজেলা ছাত্র দলের সভাপতি আমিরুল ইসলাম সোহেল সহ এস,আর রসময় সরকার যুগ্ন আহ্বায়ক কাশিয়ানী উপজেলা যুবদল সহ কাশিয়ানী উপজেলার ১৪ টি ইউনিয়ন  থেকে আগত বিএনপির অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।বিজয় র‍্যালি শেষে  এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় কাশিয়ানী উপজেলা বিএনপি'র সভাপতি গোলাম মোস্তফা মোল্লা তার বক্তব্য বলেন বিগত ১৬ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল এবং মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নেয়া হয়েছিল। তাই আগামীর বাংলাদেশ  হবে  শোষণ  ও নির্যাতন মুক্ত বাংলাদেশ।আগামীর বাংলাদেশ সম্ভাবনাময় তারেক রহমানের বাংলাদেশ। 

দেশকে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দিন। 

আর কে

×