ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

মুকসুদপুরে যর্থাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

শরিফুল রোমান, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৯, ১৬ ডিসেম্বর ২০২৪

মুকসুদপুরে যর্থাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন 

বিজয় দিবস

মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ ডিসেম্বর সোমবার মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ।

মুকসুদপুর থানা চত্বরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসে কার্যত্রুম শুরু হয়ে।   উপজেলা পরিষদ শহীদ মিনারে সকাল ৯টায় উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে সকল শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পন করেন। এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মো: ফায়েক আলী মোল্লা, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল এবং ওসি (তদন্ত) শীতল কুমার পালের  নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু"র নেতৃত্বে উপজেলা বিএনপি, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুল্টু বিশ্বাস ও সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টুর নেতৃত্বে পৌর বিএনপি এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ,উপজেলা শিল্পকলা একাডেমীর পক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমান সেলিম, সরকারী মুকসুদপুর কলেজের পক্ষে শিক্ষকমণ্ডলী, গোপালগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মুকসুদপুর জোনাল অফিসের পক্ষে ডিজিএম মোহাম্মদ তুষার আহম্মেদ ও সরকারী সাবের মিয়া জসিমুদ্দিন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার মন্ডলের নেতৃত্বে এস,জে স্কুলসহ বিভিন্ন  সংগঠন পুষ্পার্ঘ অর্পন করেন।

সকাল ১১টায় উপজেলা পরিষদের ফারুক খান মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোশাররফ হোসেনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক উপজেলা কমান্ডার ফিরোজ খান, মুক্তিযুদ্ধকালীণ কমান্ডার' ৭১ এর মুকসুদপুর রণাঙ্গনের অধিনায়ক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জাফর আহম্মেদ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল আলম মুন্সী,বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মনিরুজ্জামান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো: ফায়েক আলী মোল্লা, উজানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দিনেশ চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম সরদার, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম প্রমূখ।

আর কে

×