ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

মুকসুদপুরে বিএনপির বিজয় র‍্যালি ও সভা 

শরিফুল রোমান, নিজস্ব সংবাদদাতা, মুকসুদপুর, গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩:৫৪, ১৬ ডিসেম্বর ২০২৪

মুকসুদপুরে বিএনপির বিজয় র‍্যালি ও সভা 

বিজয় র‍্যালি

গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ১৬ ডিসেম্বর সোমবার সকালে স্থানীয় বিএনপি কার্যালয় হতে মহান বিজয় দিবস উপলক্ষ্যে একটি বিজয় র‍্যালি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিশ্বরোড় কলেজ মোড়ে আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খানের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরীফের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা বিএনপির  সাধারন সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস , উপজলা বিএনপির সহ সভাপতি ফিরোজ মৃধা, উপজেলা মহিলা দলের সভাপতি জোহরা বেগম, সাধারণ সম্পাদক জোহরা বেগম, যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান স্বপন, মিঠু লস্কর, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব,  উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রুইন, পৌর ছাত্রদলের সভাপতি, কলেজ ছাত্রদলের সভাপতি মেহেদী মূন্সী প্রমূখ।
 

আর কে

×