ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

ছাত্রলীগের তাহিরপুর উপজেলা সভাপতি ইমন গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, তাহিরপুর

প্রকাশিত: ১২:০৮, ১৬ ডিসেম্বর ২০২৪

ছাত্রলীগের তাহিরপুর উপজেলা সভাপতি ইমন গ্রেপ্তার

রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংঘঠন বাংলাদেশ ছাত্রলীগ তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আশ্রাউল জামান ইমনকে গ্রেপ্তার করেছে তাহিরপুর থানা পুলিশ। 

রোববার ভোররাতে উপজেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে রাত ১২টার দিকে বিজয় দিবস উপলক্ষ্যে তাহিরপুর শহিদ মিনারে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তাকে পুষ্পস্তবক অর্পন করতে দেখা গেছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি মো. দেলেয়োর হোসেন জানিয়েছেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ইমনকে ৪ আগস্ট তাহিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা এক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর সঙ্গে থাকা দুই ছাত্রলীগ নেতা ও এক কৃষকলীগ নেতাকেও আটক করা হয়েছে।

জাফরান

×