গ্রেফতার মোতায়েম হোসেন স্বপণ
মহান বিজয় দিবস উপলক্ষে কিশোরগঞ্জে শহীদ স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে আওয়ামী লীগ নেতা মোতায়েম হোসেন স্বপন গ্রেপ্তার হয়েছেন। ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে পাকুন্দিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোতায়েম হোসেন স্বপন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও পাকুন্দিয়া ডিগ্রি কলেজ ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, স্বপন বৈষম্যবিরোধী মিছিলে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সাইদুর