নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. এনামুল কবীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চিরাং ইউনিয়নের ছিলিমপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ২০১৬ সালের ৩০ মে বিএনপির একটি শোক র্যালিতে হামলা এবং ভাঙচুরের ঘটনায় বিস্ফোরক আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন এনামুল কবীর। মামলা দায়ের হয় চলতি বছরের ২০ নভেম্বর, বাদী ছিলেন কেন্দুয়া পৌরসভার বিএনপি নেতা মো. জামাল উদ্দিন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ওই হামলায় বিএনপির অফিস ভাঙচুর ও লুটপাট হয়, যার ফলে প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়। সেসময় পরিস্থিতি উত্তপ্ত থাকায় আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি।
পুলিশ জানায়, এনামুল কবীরকে আদালতে পাঠানো হবে এবং পলাতক অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
রাজু