গোপালগঞ্জ ডিএসবিতে কর্মরত এসআই মো. সাইফুল ইসলাম (৩৭) সম্প্রতি বদলি হয়ে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) যোগ দেওয়ার অপেক্ষায় ছিলেন। বন্ধু ও শুভানুধায়ীদের সঙ্গে বিদায়ী সময় কাটাতে গত শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি গোপালগঞ্জে নিজের বাসায় দাওয়াতের আয়োজন করেন। রান্নার প্রস্তুতি থাকলেও সাইফুল বাসায় ফেরেননি।
সাইফুলের মা সুফিয়া বেগম দুপুর ২টার দিকে তাকে ফোন করলে সাইফুল বলেন, “মা, তোমরা একটু অপেক্ষা কর, আমি আসছি।” কিন্তু মায়ের সঙ্গে কথা বলার মাত্র তিন মিনিট পর খবর আসে, সাইফুল আর বেঁচে নেই।
সাইফুল ফরিদপুরের সালথা উপজেলার নকুলহাটি গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে ছোট সাইফুল ছিলেন বিবাহিত। তার চার বছরের মেয়ে সাবিহা এবং আড়াই মাস বয়সি ছেলে সেজাত রয়েছে।
শনিবার দুপুরে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের আড়পাড়া এলাকায় দায়িত্ব পালনকালে একটি কাভার্ড ভ্যানের চাপায় সাইফুল নিহত হন। ময়নাতদন্ত শেষে রাত ৯টার দিকে তার মরদেহ গ্রামের বাড়ি নকুলহাটিতে আনা হয়। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত সাইফুলের বড় ভাই রাসেল মাহমুদ জানিয়েছেন, পরিবারের সবাই গভীর শোকে মূহ্যমান। সরকারি দায়িত্ব পালনে প্রাণ হারানো এই তরুণ কর্মকর্তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রাজু