ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

ভবিষ্যতে ‘গুম’ শব্দ থাকবে না: ডিআইজি মোর্শেদ

প্রকাশিত: ০২:৫৬, ১৬ ডিসেম্বর ২০২৪

ভবিষ্যতে ‘গুম’ শব্দ থাকবে না: ডিআইজি মোর্শেদ

ছবি সংগৃহীত

বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেছেন, ভবিষ্যতে বাংলাদেশে ‘গুম’ বলে কোনো শব্দ থাকবে না। কোনো ধরনের অন্যায় বরদাস্ত করা হবে না। ইভটিজিং, মাদক, জুয়া এবং সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

রোববার (১৫ ডিসেম্বর) পিরোজপুরের ভান্ডারিয়া থানা বালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাদক প্রতিরোধে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ভান্ডারিয়া থানা পুলিশের উদ্যোগে আয়োজিত এই সমাবেশের মূল লক্ষ্য ছিল মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং ইভটিজিং প্রতিরোধ। এতে স্থানীয় সুধীজন, প্রশাসনিক কর্মকর্তা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ আহমদ আনওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা, এবং অতিরিক্ত পুলিশ সুপার (ভান্ডারিয়া-মঠবাড়িয়া সার্কেল) মো. সাখাওয়াত হোসেন।


ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, “কোনো অন্যায়, বিশেষ করে মাদক এবং ইভটিজিংয়ের মতো সামাজিক সমস্যার ক্ষেত্রে ছাড় দেওয়া হবে না। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বা সমাজের শান্তি বিনষ্ট করছে, তাদের কঠোরভাবে দমন করা হবে। পাশাপাশি মিথ্যা মামলা বা হয়রানিমূলক অভিযোগের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে বাংলাদেশে গুম বলে কোনো শব্দ থাকবে না। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বিভাগ সর্বদা সজাগ এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে।”


 

আশিকুর রহমান

×