ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ২ পৌষ ১৪৩১

জাতীয় নাগরিক কমিটির নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ০০:০৩, ১৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৩:০২, ১৬ ডিসেম্বর ২০২৪

জাতীয় নাগরিক কমিটির নেতাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির তিন নেতা। রবিবার বিকালে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মো. আতাউল্লাহ, জিহান মাহমুদ ও হাসান নাসিমুল রাসেল। পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে শহরে বিক্ষোভ করেছেন নাগরিক কমিটির নেতাকর্মীরা। জানা যায়, কসবা উপজেলার রাবেয়া খাতুনের নারী নির্যাতন মামলার একটি সালিশে অংশ নিতে ৫টা ৩০ মিনিটের দিকে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুলের কক্ষে পৌঁছান তিন নেতা। সেখানে দেরিতে পৌঁছানোসহ নানা বিষয়ে আইনজীবীদের সঙ্গে কথাকাটাকাটি হয়, যার পর মারধরের ঘটনা ঘটে।

এদিকে, পুলিশ সুপার জানান, এটি একটি ব্যক্তিগত এবং পারিবারিক বিষয়, এতে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই। বিক্ষোভের পর পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে।

রাজু

×