মাধবপুর ধর্মঘর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় ধর্মঘর বিজিবি টহলদল ছয় জন বাংলাদেশীকে আটক করে।রবিবার (১৫ ডিসেম্বর) রাত ৭ টার সময় বিজিবি টহলদল সস্তামোড়া নামক স্হান থেকে ভারতে যাওয়ার সময় এক নারী সহ ছয় জনকে আটক করে।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার বেলাবো থানার দরিয়াকান্দি গ্রামের মৃত আব্দুল হকের ছেলে বিল্লাল হোসেন (৩৫), নরসিংদী জেলার রায়পুরা থানার ব্রামনেরটেক গ্রামের জালাল উদ্দিনের ছেলে আসাদ মিয়া (৩০), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার আলমনগর গ্রামের মৃত সুরেন্দ্র দাসের ছেলে সুকুমার দাস (৬৫), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার শ্রীরামপুর গ্রামের সুরেন্দ্র দাসের ছেলে মনিন্দ্র দাস( ৬৭), ও তার স্ত্রী বাসন্তী দাস (৬০), হবিগঞ্জ জেলা ও সদর থানার মধ্যসমত গ্রামের সুধীর রায়ের ছেলে ঝিন্টু রায়(৩৫)।
সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় অবৈধভাবে ভারতের আগরতলায় আত্মীয়ের বাসায় বেড়ানোর উদ্দেশ্য যাচ্ছিল। সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কোন প্রকার অনুপ্রবেশকারী সীমান্ত অতিক্রম না করতে পারে সে জন্য ২৫ বিজিবি বদ্ধ পরিকর।
তাবিব