ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ ফার্মেসীকে ৫ লক্ষ টাকা জরিমানা

নিজস্ব সংবাদদাতা,ফটিকছড়ি, চট্টগ্রাম

প্রকাশিত: ২৩:১২, ১৫ ডিসেম্বর ২০২৪

ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনা, ৪ ফার্মেসীকে ৫ লক্ষ টাকা জরিমানা

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ৪টি ফার্মেসিকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। 

 

নাজিরহাট ও বিবিরহাট বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন। এছাড়া, প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সোলতানুল আরেফিন। আজ রবিবার  (১৫ ডিসেম্বর)  এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানসমূহ থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

 

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো-নাজিরহাটের ফারুক মেডিকেল হল, জনকল্যাণ ফার্মেসি এবং  বিবিরহাট বাজারের জনসেবা ফার্মেসি এবং বিবিরহাট বাজারের করিম ড্রাগ হাউস।জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

তাবিব

×