ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

চার বছর ধরে বক্স কালভার্ট ধসে খালে, দুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ২১:৫৩, ১৫ ডিসেম্বর ২০২৪

চার বছর ধরে বক্স কালভার্ট ধসে খালে, দুর্ভোগ

.

বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের মুসলিমপাড়া খালের ওপর নির্মিত বক্স কালভার্টটি  চার বছর হলো ধসে খালের মধ্যে পড়ে রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই ইউনিয়নের পাঁচ গ্রামের কয়েক হাজার মানুষ ও পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের তিন গ্রামের বাসিন্দারা।
ভেঙে পড়া বক্স কালভার্টটি অপসারণ না করায় এবং দীর্ঘদিনেও নতুন করে কালভার্ট নির্মাণ না হওয়ায় জনদুর্ভোগ ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। ইতোমধ্যে স্থানীয়রা চলাচলের জন্য ধসে পড়া কালভার্টের ওপর কাঠের পাটাতন বিছিয়ে চলাচল করতে গিয়ে একাধিক দুর্ঘটনার শিকার হয়েছে। কালভার্ট ধসে পড়ায় এই সড়কটি দিয়ে দীর্ঘদিন কোনো যানবাহন চলাচল করছে না এতে চরম দুর্ভোগে পড়েছে এই এলাকার বাসিন্দারা। এই এলাকার কৃষি উৎপাদিত পণ্য বাজারজাতকরণে মাথায় করেই নিতে হচ্ছে কৃষকদের। ধসে পড়া কালভার্ট দিয়ে প্রতিদিন জেলা ও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থীরা হেঁটে আসা-যাওয়া করছে।  
ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত জনগুরুত্বপূর্ণ বক্স কালভার্টটি অপসারণ করে নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে সদর উপজেলার এলজিইডি প্রকৌশলী মাইনুল ইসলাম বলেন, ২০২১ সালের বন্যায় বক্স কালভার্টি খালের মধ্যে ধসে পড়ার পর আমরা কাঠের তৈরি একটি বিকল্প সেতু নির্মাণ করে দিয়েছি। তিনি আরও বলেন, গত বছর এই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য টেন্ডার হয়েছিল। স্থানীয়দের মধ্যে জমি নিয়ে বিরোধের কারণে সেতুটি নির্মাণ করা সম্ভব হয়নি। আবার নতুন করে অন্য প্রকল্পের মাধ্যমে সেতু নির্মাণের চেষ্টা চালাচ্ছি।

×