ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

৩২ কেজির একটি জাত ভোলা মাছ বিক্রি তিন লাখ ১২ হাজার টাকা

স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা

প্রকাশিত: ২১:২৪, ১৫ ডিসেম্বর ২০২৪

৩২ কেজির  একটি জাত ভোলা মাছ বিক্রি তিন লাখ ১২ হাজার টাকা

সুন্দরবনের নদীতে  এক জেলের জালে ধরা পড়া ৩২ কেজির  একটি জাত ভোলা মাছ বিক্রি হয়েছে তিন লাখ ১২ হাজার টাকায়।  শনিবার   সন্ধ্যায়  লোকালয়ে ফিরে   ভোলা মাছটি ৩ লাখ ১২ হাজার টাকায় বিক্রি করলেও জেলেদের অভিযোগ  স্থানীয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে তিনি  কমদানে  বিক্রি করতে বাধ্য হয়েছেন।  

এর আগে বৃহষ্পতিবার সন্ধ্যায়  সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের আকবর আলীর জালে ধরা পড়ে বিশাল আকৃতির জাত ভোলা মাছটি।  বৃহস্পতিবার বিকালে পশ্চিম সুন্দরবনের বাটুলা নদীতে আকবর আলী মোড়লের জালে মাছটি আটকা পড়ে। শনিবার বিকালে  লোকালয়ে ফিরে ভাগ্যবান ঐ জেলে ও তার সহযোগীরা উক্ত মাছ তিন লাখ ১২ হাজার টাকায় বিক্রি করে।

যদিও শিকারী জেলেসহ স্থানীয়দের দাবি মাছটির প্রকৃত মুল্য প্রায় ১০লাখ। সিন্ডিকেট করে ব্যবসায়ীরা কম দামে মাছ বিক্রিতে বাধ্য করেছে।  
আকবর আলী জানান,   ৪ ডিসেম্বর অপর ছয় সহযোগীকে নিয়ে তিনি সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালীনি স্টেশন থেকে পাশ(অনুমতি) নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন। বৃহস্পতিবার বাটুলা নদীতে জাল ফেলার পর বিশালাকারের ঐ মাছ তাদের জালে আটক হয়।

শনিবার এলাকায় ফিরে উক্ত মাছ বিক্রির জন্য কক্সবাজার ও খুলনার ব্যবসায়ীদের সাথে মুটোফোনে যোগাযোগ করে। তবে স্থানীয় ব্যবসায়ী  সিন্ডিকেট বাইরের ব্যবসায়ীদের সাথে কথা বলার পর সেসব ব্যবসায়ীরা মাছ কিনতে অনাগ্রহ দেখায়। একপর্যায়ে বাধ্য হয়ে শনিবার বিকালে মাছটি তারা তিন লাখ ১২হাজার টাকায় বিক্রি করেন।

আকবর আলীসহ তার সহযোগী জেলে আবু রায়হান দাবি করেন নুন্যতম ১০লাখ টাকা দাম ঐ মাছের। সময় চলে গেলে মাছটি নষ্টের শংকায় তারা প্রায় তিন ভাগের এক ভাগ মুল্যে উক্ত মাছ বিক্রিতে বাধ্য হয়েছেন। এলাকার ব্যবসায়ীরা সিন্ডিকেট করে তাদেরকে নায্য মূল্য থেকে বঞ্চিত করেছেন বলেও অভিযোগ করেন এসব জেলে।

 

কুতুবে রব্বানী

×