রাবিতে পোস্টার প্রতিযোগীতা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) 'ওয়ারিক্স পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা ২০২৪' অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনে রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাব কর্তৃক এ প্রতিযোগিতা আয়োজিত হয়।
পোস্টার প্রেজেন্টেশনে সর্বমোট ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে ফাইনাল শোকেসিং এ অংগ্রহণ করেন ৪০ জন শিক্ষার্থী। অনুষ্ঠানে জেনারেল থিম ক্যাটাগরি ও রিসার্চ বেজ ক্যাটাগরিতে মোট ৬ জন কে পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ' এটা খুবই ভালো উদ্যোগ। গবেষণা বা রিসার্স হচ্ছে কেতাবি বিষয় এবং একই সাথে কিতাবি বিষয়ও না। এটা আসলে যারা করেন তারা প্রচন্ড আবেগ এবং ভালোবাসার একটা জায়গা থেকে করেন এবং এটা আবেগ এবং ভালোবাসার জায়গা এই জন্য যে এটা অসাধারণ আনন্দ দিতে পারে। একজন গবেষক জানেন গবেষণার আনন্দটা কোথায়। একটা বিষয় আমি ভালো করে করে জানছি, বুঝছি এবং সেটা প্রকাশ করতে পারছি এটা একটা চমৎকার অভিজ্ঞতা। এই স্বাদ যে একবার পেয়ে গেছে তার এটা থেকে বের হওয়া খুব কঠিন। এই ধরনের যতরকমের কার্যক্রম শিক্ষাসহায়ক অথবা কারিকুলামের কথায় যদি আমি বলি যত ধরনের ক্লাব এবং সংগঠন আছে তার প্রত্যেকটারই উদ্দেশ্য আমাদের ছাত্রছাত্রীদের ভিতরে ঐ ভালোলাগার বিষয়টা তুলে ধরা। এটা লাইফ লং করে। যে সারাজীবনেই রিসার্সের ভিতরে থাকে তাকে ঐ জায়গা থেকে টেনে বের করাটা খুব কঠিন। এটা জীবনের খুব বড়ো অঙ্গ হয়ে দাঁড়ায় এটা না করে সে থাকতে পারে না। আজকে আমি, যারা এখানে অংশগ্রহণ করেছে এবং যারা দেখছেন আমি তাদের কে বলবো যে আরো কত বেশি জানা যায়, কত বেশি ভাবা যায়, কত ভালো করা যায় চেষ্টা করা। '
রাজশাহী বিশ্ববিদ্যালয় এডুকেশন ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, 'আমরা বিগত একমাস থেকেই এই কার্যক্রম পরিচালনা করছি। এতে আমরা ২৫ টি বিশ্ববিদ্যালয়ের মোট ৮০ জন প্রতিযোগী পেয়েছি। তার মধ্যে ক্যাটাগরি বিবেচনা করে ৪০জন কে শোকেসিং এ অংশগ্রহণ করার সুযোগ দিতে পেরেছি। যার মধ্যে অনেকেই অংশগ্রহণ করেছে এবং কিছু অংশগ্রহণ করেনি। আপনাদের পোস্টার প্রেজেন্টেশন অত্যন্ত মনোমুগ্ধকর ছিলো। আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতেও আমরা এই রকম আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখবো ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ফরিদ উদ্দীন খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ এবং রাজশাহী ইউনিভার্সিটি এডুকেশন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. রুবাইয়াৎ জাহান উপস্থিত ছিলেন।
আর কে