কিশোরগঞ্জের কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, মো: উসমান গণি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মো: তরিকুল ইসলাম, অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা, কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কটিয়াদী, মো: আবুল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কটিয়াদী, মো: রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান জালালপুর ইউনিয়ন পরিষদ, মো: ইসরাফিল মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার কটিয়াদী, মো: মাহাবুবুর রহমান মাসুদ, আহবায়ক, উপজেলা যুবদলের কটিয়াদী, মো: আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা কটিয়াদী, সৈয়দ মুরছালিন দারাশিকো সভাপতি কটিয়াদী উপজেলা প্রেসক্লাব, মো: আবদুল কাদির, শিক্ষক কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা, ইমাম, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মো: আজিজুল হক উপজেলা পল্লি উন্নয়ন অফিসার কটিয়াদী।
মোহাম্মদ আলী