ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব সংবাদদাতা, কটিয়াদী, কিশোরগঞ্জ

প্রকাশিত: ১৮:৫৫, ১৫ ডিসেম্বর ২০২৪

কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

কিশোরগঞ্জের কটিয়াদীতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে কটিয়াদী উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাঈদুল ইসলামের সভাপতিত্বে  এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন,  মো: উসমান গণি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মো: তরিকুল ইসলাম,  অফিসার ইনচার্জ কটিয়াদী মডেল থানা,  কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কটিয়াদী, মো: আবুল হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কটিয়াদী, মো: রফিকুল ইসলাম রফিক, চেয়ারম্যান জালালপুর ইউনিয়ন পরিষদ, মো: ইসরাফিল মিয়া, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার কটিয়াদী, মো: মাহাবুবুর রহমান  মাসুদ, আহবায়ক, উপজেলা যুবদলের কটিয়াদী,  মো: আবুল খায়ের, সমাজসেবা কর্মকর্তা কটিয়াদী,  সৈয়দ মুরছালিন দারাশিকো সভাপতি  কটিয়াদী উপজেলা প্রেসক্লাব, মো: আবদুল কাদির,  শিক্ষক কটিয়াদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযুদ্ধা, ইমাম, শিক্ষক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন, মো: আজিজুল হক উপজেলা পল্লি উন্নয়ন অফিসার কটিয়াদী।

 

মোহাম্মদ আলী

×