আশুতোষ চাকমা
খাগড়াছড়ি আইনজীবি সমিতির সভাপতি ও জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য এডভোকেট আশুতোষ চাকমার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
আজ রবিবার(১৫ ডিসেম্বর) খাগড়াছড়ি সদর থানা ৫ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করলে খাগড়াছড়ি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সিরাজ উদ্দিন ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার রাত সারে ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকার তার নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ ২০ মামলা রয়েছে ।
অভিযোগ রয়েছে, শেখ হাসিনার বিদায় মহুর্তে আশুতোষ চাকমার নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। হামলায় শতাধিক শিক্ষার্থী আহত হয়। এছাড়াও ঐদিন খাগড়াছড়ি জেলা বিএনপি’র সভাপতি ওয়াদুদ ভূইয়ার বাসভবনে অগ্নি সংযোগ ও হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করা হয়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, এডভোকেট আশুতোষ চাকমাকে একটি মামলায় ৫দিনের রিমান্ড আবেদন করে তিন দিনের পেয়েছি। পর্যাক্রমে সব মামলায় রিমান্ড চাওয়া হবে।
আর কে