বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, অন্তবর্ত্তীকালীন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।এইজন্য তিনি দলীয় নেতা-কর্মীদের ধৈয্য ধরার পাশাপাশি আগামীতে যে নির্বাচন হবে তাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপিসহ আন্দোলনরত সকল দল নির্বাচনে অংশগ্রহণ করবে এবং দেশে একটি গণতান্ত্রিক সরকার গঠন হবে।
এ সময় তিনি অর্ন্তবত্তী সরকারকে দ্রুত সময়ে নির্বাচন দেয়ার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তবত্তীকালিন সরকারের বিরুদ্ধে যড়যন্ত্র মোকাবেলায় দলীয় নেতা-কর্মীদের চোখ কান নাক খোল রাখার নির্দেশ দেন এবং অস্ত্র দিয়ে নয়,বুদ্ধি দিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলারও আহবান জানান ।
রবিবার (১৫ ডিসেম্বর) সকালে তাঁর নির্বাচনী এলাকা নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউপির ৪নং ওয়ার্ড সাহাপুরে সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ তহবিল থেকে ৮৩ জন অসহায় পরিবারের মাঝে ৮৩ বান্ডেল ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়ন যুগ্ম আহবায়ক আমিন উল্লাহ বিএসসির সভাপতিত্বে ও সেনবাগ পৌরভা বিএনপির আহবায়ক আবদুল হান্নাণ লিটনের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জয়নুল আবদিন ফারুকের মেয়ে সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সভাপতি তামান্না ফারুক থিমা, নোয়াখালী জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন পাটোয়ারি নোয়াখালী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল মামুন,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মমিন উল্লাহ চেয়ারম্যান, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সভাপতি জাহিদুল হক সবুজ, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, শহীদ,উল্লাহ,উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির হুমু উপজেলা যুবদল সাবেক আহবায়ক সুলতান সালা ঊদ্দিন লিটন,পৌরসভা যুবদল আহবায়ক মোকারম হোসেন,উপজেলা শ্রমিকদল সেক্রেটারী হাজ্ব জাফর আহম্মদ,কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান,সেক্রেটারী জহিরুল ইসলাম জহির,উপজেলা কাবিলপুর ইউনিয়ন যুবদল সভাপতি মহিন উদ্দিন,উপজেলা স্বেচ্চাসেবকদল আহবায়ক কামরুল হাসান তুহিন,যুগ্ম আহবায়ক সামছুল হক সামু,কাবিলপুর ইউনিয়ন স্বেচ্চাবেকদল সভাপতি মোঃ ইসমাইল,উপজেলা ছাত্রদল যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান মুজিব সহ দলের বিভিন্ন স্তুরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মোহাম্মদ আলী