ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিচারের দাবীতে বিক্ষোভ

কালকিনিতে কৃষকের শতাধীক ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর

প্রকাশিত: ১৭:৪৭, ১৫ ডিসেম্বর ২০২৪

কালকিনিতে কৃষকের শতাধীক ফলের গাছ কেটে নেয়ার অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে মোঃ শাহজামাল হাওলাদার-(৫০) নামে এক অসহায় কৃষকের প্রায় শতাধীক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলার ও তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে স্থানীয় এক কৃষকলীগ নেতার নেতৃত্বে তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতাসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে আজ রোববার সকালে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। এসময় উপস্থিত ছিলেন শাহজামাল হাওলাদার, মো. ইসমাইল, আলমগীর হাওলাদার, মো. সোনা মিয়া সরদার, এমদাদুল হক, রাশিদা বেগম ও কমলা বেগমসহ প্রায় অর্ধশত লোকজন।
অভিযোগ ও স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার আন্ডারচর গ্রামের আবুল হাসেম হাওলাদারের ছেলে মোঃ শাহজামাল হাওলাদার তার ক্রয়কৃত জমিতে বিভিন্ন প্রজাতির ফলের গাছ রোপন ও চাষাবাদ করে আসছেন। তার রোপনকৃত শতাধীক বিভিন্ন প্রজাতির ফলের গাছ কেটে ফেলার ও তার জমি দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। তবে স্থানীয় এক কৃষকলীগ নেতার নেতৃত্বে তার লোকজন নিয়ে এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছে ভূক্তভোগী পরিবার। এদিকে উক্ত ঘটনায় শাহজামাল হাওলাদার বাদী হয়ে ওই কৃষকলীগ নেতাসহ ছয় জনের নামে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অপরদিকে অভিযুক্তদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল করেছেন ভূক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন। তবে থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালী মহল ওই অসহায় কৃষক পরিবারকে হুমকী-ধামকী দিয়ে আসছেন বলে জানা গেছে।
ভূক্তভোগী অসহায় কৃষক শাহজামাল হাওলাদার কান্না জরিত কণ্ঠে বলেন, সাহেবরামপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক মন্টুর নেতৃত্বে মিজু, মাহাবুল, সাবেত, শহিদুলসহ বেশ কয়েকজন স্থানীয় প্রভাশালী মিলে আমার বিভিন্ন প্রজাতির প্রায় শতাধীক ফলের গাছ কেটে নিয়েছে এবং আমার চাষ করা জমি দখলে নিয়ে গেছে। তাই আমি তাদের নামে থানায় অভিযোগ দায়ের করেছি। আমি থানায় অভিযোগ দেয়ায় প্রভাবশালীরা আমাকে জীবন নাশের হুমকী দিয়ে আসছে। স্থানীয় মো. সোনা মিয়া সরদার ও এমদাদুল হকসহ বেশ কয়েকজন ভূক্তভোগী বলেন, মন্টু বাহিনী অনেকের জমি দখলে নিয়েছে। আমরা এর বিচার চাই। কৃষকলীগ নেতা মন্টু বলেন, আমরা কাগজের পক্ষে আমি। এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, গাছ কাটার ও জমি দললে নেয়ার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

মোহাম্মদ আলী

×