সিরাজগঞ্জের তাড়াশে মহান বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
রোববার (১৫ ডিসেম্বর) দুপুর ১২ টায় তাড়াশ উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুইচিং মং মারমা। মেলা উদ্বোধন শেষে ইউএনও সুইচিং মং মারমা বিজয় মেলায় অংশ নেয়া,কুঠির শিল্প,হস্তশিল্প, পিঠ পুলি,কারুশিল্প ও বিজয় দিবসের তাৎপর্য নিয়ে লেখা বইয়ের স্টল গুলো ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আব্দুস সালাম,তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নিরাপদ দাস, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: আমিনুল ইসলাম,তাড়াশ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: জাফর ইকবাল ও বিভিন্ন জাতীয় পত্রিকার সাংবাদিক বৃন্দ।
ইউএনও সুইচিং মং মারমা বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা পরিষদ চত্বরে ৩ দিনব্যাপী এ বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিজয়ের স্মৃতিকে ধরে রাখতেই এই মেলার উদ্যোগ নেয়া হয়েছে।
কুতুবে রব্বানী