রাজশাহী সিটি করপোরেশনের সভা
রাজশাহী মহানগরীর পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে কেন্দ্রীয় সুপারভাইজারদের তাগিদ দেওয়া হয়েছে। রবিবার দুুপুরে নগরভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এ তাগিদ দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন ডলার।
সভায় প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা বলেন, রাজশাহী মহানগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারকরণে ওয়ার্ড সুপারভাইজার এবং কেন্দ্রীয় সুপারভাইজার সকলকে একযোগে দায়িত্ব পালন করতে হবে। নগরীতে অননুমোদিত ব্যানার, লিফলেট, পোস্টার অপসারণ বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ দৃষ্টি রাখার আহবান জানান তিনি। ওয়ার্ড ও কেন্দ্রীয় পরিচ্ছন্ন কার্যক্রমে নিয়োজিত ভ্যান চালককে সঠিক সময়সূচী মানার নির্দেশনাও দেওয়া হয়।
এছাড়া নগরীর ফুটপাত ও রাস্তার পাশে বালু, রাবিশ মাটিসহ নির্মাণ সামগ্রী যেন না রাখা হয় সে বিষয়ে পরিচ্ছন্ন সুপারভাইজারদের আরও বেশি দায়িত্বশীল হতে হবে। পরিস্কার পরিচ্ছন্নতায় রাজশাহীর যে সুনাম অর্জন হয়েছে সেটি অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশ দেন তিনি।
সভায় রাসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) মোশতাক হোসেন ঝন্টু, পরিচ্ছন্ন কর্মকর্তা (মনিটরিং) শাহরিয়ার রহমান জিতু, পরিচছন্ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন রেজা, পরিচ্ছন্ন পরিদর্শক রেজাউল করিমসহ কেন্দ্রীয় সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।
আর কে