দীর্ঘ ২৭ বছর পর কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সবশেষ ১৯৯৭ সালে দ্বি-বার্ষিক সম্মেলন হয়েছিল। তাই এ সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূলের বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের কিশোরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল’র সভাপতিত্বে ও সদস্য সচিব ভিপি হাজী ইসরাইল মিঞার সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল। সম্মেলনের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য লায়লা বেগম ও শেখ মজিবর রহমান ইকবাল।সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।এ সময় জেলা ও উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও সমর্থকেরা এই দ্বি-বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেন।
পরে ২য় অধিবেশনে কাউন্সিলের মাধ্যমে সদর উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে।
জাফরান