খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ কর্মসুচি সম্পন্ন হবে। এ জন্য জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেন।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউসে চলতি আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।
উপদেস্টা জানান,, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন সংগ্রহে ৩টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এছাড়া এই রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার(সিএসডি) স্থাপনে সরকারের পরিকল্পনা কথা উল্লেখ করেন।রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের ৮ জেলা সমুহের জেলা প্রশাসক ও জেলা খাদ্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জাফরান