ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেল্পার নিহত

সংবাদদাতা, কাশিয়ানী

প্রকাশিত: ১৫:৩৮, ১৫ ডিসেম্বর ২০২৪

কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেল্পার নিহত

দুর্ঘটনা কবলিত ট্রাক

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন। রবিবার (১৫ ডিসেম্বর) ভোর ৪ টার সময় ঢাকা খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

ঢাকা মেট্রো ট ২৪৫৬০৪ সিরিয়ালের ট্রাকটি পণ্য লোট করে চট্টগ্রাম থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। ট্রাকটি কাশিয়ানী উপজেলার নিচু মাজড়া পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লেগে ট্রাকটি দুমড়ে-মুছড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকটির হেল্পার মাহাবুর মোল্লা ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। 

খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইও থানা পুলিশ ও কাশিয়ানী ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে মৃতদেহ উদ্ধার এবং দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই রোমান মোল্লা জানান, ট্রাক চালক তার হেল্পারের নিকট গাড়ি পরিচালনার দায়িত্ব দিয়ে পাশেই ঘুমিয়ে ছিলেন। ড্রাইভারের অসচেনতা ও  
হেলপারের অদক্ষতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আইনি প্রক্রিয়া শেষে দুর্ঘটনায় নিহতের মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। 

এম হাসান

×