ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

বিজয় দিবসকে কেন্দ্র করে জমজমাট ফুলের বাজার

প্রকাশিত: ১৪:৩৪, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৫:০১, ১৫ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবসকে কেন্দ্র করে জমজমাট ফুলের বাজার

গদখালী ফুলের বাজার। ছবি: সংগৃহীত

আগামীকাল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। এ দিবসকে ঘিরে জমজমাট বেচাকেনা হয়েছে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছার গদখালী ফুলের পাইকারি বাজারে। গদখালীতে বড় অঙ্কের বেচাকেনা করবে দেশের ফুলের খুচরা ব্যবসায়ীরা। অন্যদিকে ভালো দামে ফুল বিক্রি করতে পেরে খুশি ফুলচাষিরা। 

খুলনা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মেহেরপুর, বরিশাল, মাদারীপুর, ঢাকা, সাভার, মাগুরা, গোপালগঞ্জ, সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে খুচরা ব্যবসায়ীরা ফুল কিনতে আসেন গদখালীর পাইকারি ফুলের বাজার। 

ঢাকার শাহবাগ থেকে ফুল কিনতে এসেছেল মেহেদী। তিনি জানান, সাভারে ফুল পাওয়া গেলেও তার মান ও দামের সঙ্গে মিলে না। এজন্য রাতে বাসে করে গদখালী এসেছেন। ফুল কিনে আজ দুপুরেই আবার ফিরে যাবেন। দাম অন্যান্য বারের মতো প্রায়ই সহনীয়ই।

শুক্রবার গদখালীর ফুলের পাইকারি বাজারে গোলাপ ফুল প্রতি পিস বিক্রি হয়েছে ১০ টাকা, চায়না গোলাপ লং স্টিক গোলাপ প্রতি পিস ১৫ টাকা, রজনিগন্ধা স্টিক প্রতি পিস ৮ থেকে ১০ টাকা, গ্লাডিওলাস ফুল কালার ভেদে প্রতি পিস ২৫ থেকে ৩০ টাকা, জারবেরা ফুল প্রতি পিস ১৫ থেকে ২০ টাকা, চন্দ্রমল্লিকা প্রতি পিস ৫ থেকে ৬ টাকা, গাঁদা ফুল প্রতিহাজার ৮০০ থেকে ১২০০ টাকা, জিপসি ফুল প্রতি আঁটি ৩০ টাকা ও কামিনী পাতা প্রতি আঁটি ২৫ টাকায় বিক্রি হয়েছে।

যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, এবার ফুলের দাম অনেক ভালো। আজকের বাজারে ফুল ভালো দামে বিক্রি হয়েছে। আগামীকাল ১৬ই ডিসেম্বর এজন্য আজকের বাজারে জমজমাট ছিল। সামনে আরও কিছু দিবস রয়েছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক থাকলে এ মৌসুমে ১০০ কোটি টাকার ফুল বিক্রি হবে বলে আমরা আশাবাদী।
 

এসআর

×