ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

চাটখিলে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর 

নিজস্ব সংবাদদাতা, চাটখিল, নোয়াখালী

প্রকাশিত: ১৩:১৬, ১৫ ডিসেম্বর ২০২৪

চাটখিলে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর 

জিহারুল ইসলাম রাহুলের (১৭)

সোনাইমুড়ী-রামগঞ্জ আঞ্চলিক সড়কের চাটখিল পৌর বাজারের পূর্ব পাশে ট্রাক চাপায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর। দুর্ঘটনায় শিকার মোটরসাইকেল আরোহী দক্ষিণ দশঘরিয়ার মোল্লা বাড়ির খোকনের ছোট ছেলে জিহারুল ইসলাম রাহুলের (১৭) মরদেহ উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়েছে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করলেও চালাককে আটক করা যায়নি। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার হালিমা দীঘিরপাড় থেকে রাহুল তার চাচাতো ভাই আকাশের মোটরসাইকেল যোগে চাটখিল বাজারের দিকে যাচ্ছিলো। যাত্রা পথে মোটরসাইলেটি ঘটনাস্থলে পৌঁছালে একটি গরুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে সড়কের অপর পাশে আরেকটি পিক-আপ দাড়িয়ে থাকায় মোটরসাইকেলটি ট্রাক-পিকআপের মাঝখানে পড়ে যায়। এতে রাহুল সড়কে ছিটকে পড়লে ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, এই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  
 

জাফরান

×