ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

টেকনাফে মালয়েশিয়াগামী ৩০ নারী শিশু পুরুষ উদ্ধার

প্রকাশিত: ১৩:০২, ১৫ ডিসেম্বর ২০২৪

টেকনাফে মালয়েশিয়াগামী ৩০ নারী শিশু পুরুষ উদ্ধার

কক্সবাজারের টেকনাফ থানাধীন সদর দক্ষিণ লম্বরী সাকিনের সাইফুলের বসত বাড়ি হতে মালয়েশিয়াগামী ৩০ জন নারী শিশু ও পুরুষ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। এ ঘটনায় এজাহার নামীয় ৭ জন সহ ৮/১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। উদ্ধারকৃত ভিকটিমের মধ্যে পুরুষ ১৫ জন,৩ জন নারী, ছেলে শিশু-৭, মেয়ে শিশু-৫ জনসহ মোট ৩০ জন।

শনিবার রাত সোয়া ১২টায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ১৪ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থানাধীন টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী সাকিনে মালয়েশিয়ায় মানব পাচারের উদ্দেশ্যে কিছু লোককে আটক করে রেখে মুক্তিপণ দাবি করছে। 

সংবাদের ভিত্তিতে তাৎক্ষনিক টেকনাফ থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৭ ডিউটিতে নিয়োজিত এসআই মো: কামাল হোসেন তার  সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ টেকনাফ থানাধীন টেকনাফ সদর দক্ষিণ লম্বরী সাকিনের সাইফুলের বসত বাড়ির সামনে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক জন লোক পালিয়ে যায় এবং ওই বাড়ি হতে পুরুষ-১৫ জন, নারী ৩ জন, ছেলে শিশু-৭, মেয়ে শিশু-৫ জনসহ ৩০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়।

এসআর

×