ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

রাতে খুলনা রেলস্টেশনে হুলস্থুল!

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১০:৪৩, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১০:৪৪, ১৫ ডিসেম্বর ২০২৪

রাতে খুলনা রেলস্টেশনে হুলস্থুল!

গ্রেপ্তার অভিযুক্ত ব্যক্তি

খুলনা রেলস্টেশনের ডিজিটাল বিলবোর্ডে ষ্টেশনের মূল ফটকে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে, জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আবার আসবে’ এমন একটি লেখা প্রকাশ করা হয়। এ  ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করে পুলিশে দেয় ছাত্র-জনতা। শনিবার (১৪ ডিসেম্বর) রাতে খুলনা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। 

ঘটনার পর পরই স্থানীয় ছাত্র-জনতা খুলনা রেলস্টেশনে অবস্থান নিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর সঙ্গে জড়িত সন্দেহ মো. আসলাম হোসেন ওরফে সেন্টু নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।

খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম খান বলেন, ‘সন্ধ্যার দিকে আমরা ম্যাসেজ পেয়েছি এখানে ডিজিটাল স্ক্রলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। এ সংক্রান্ত একটি ভিডিও আমরা পেয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। জানতে পারি আসলাম হোসেন ওরফে সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে, স্থানীয় জনতা ও রেলস্টেশন কর্তৃপক্ষ তাকে আটকে রাখে। আমরা এখানে এসে তাকে হেফাজতে নিই। তদন্ত সাপেক্ষে প্রকৃতপক্ষে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এম হাসান

×