মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী
সিরাজগঞ্জের চৌহালীতে ওয়াজ মাহফিলের জন্য ৫০ হাজার টাকা নিয়ে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফীর বিরুদ্ধে। পরে টাকা ফেরত চেয়ে তাকে বয়কটের দাবি জানান এলাকাবাসী।
মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফী হবিগঞ্জ জেলার শাহজাহানপুর মদনীতুল উলুম জামিয়া আশরাফিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গত ১১ ডিসেম্বর সম্ভূদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল শুয়াইব আহমদ আশ্রাফীর। এ জন্য তিনি অগ্রিম ৫০ হাজার টাকা নেন। কিন্তু তারপরও মাহফিলে আসেননি। এতে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়।
মাহফিল কমিটির সভাপতি আল হাফিজের অভিযোগ, আমরা যুব সমাজের উদ্যোগে গত এক বছর আগে শুয়াইব আহমদ আশ্রাফীর সঙ্গে যোগাযোগ করি। তিনি মাহফিলে আসার জন্য দুই ধাপে ৫০ হাজার টাকা নেন। এ টাকা নিয়েও মাহফিলে আসেননি। আমরা ১৫ দিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছিলাম।
অভিযোগের বিষয়ে শুয়াইব আহমদ আশ্রাফী গণমাধ্যমকে বলেন, ‘ওই মাহফিলের আয়োজক কমিটির দেওয়া ঠিকানা অনুযায়ী নির্দিষ্ট সময়েই আমি গিয়েছিলাম। তবে তাদের মাহফিল স্থলে গাড়ি না যাওয়ায় ফিরে এসেছি। আর তাদের দেওয়া হাদিয়া মাদরাসায় গেলে ফেরত দিয়ে দেবো।’
এম হাসান