সিলেটের কোম্পানীগঞ্জে দোকানে মোবাইল চার্জ দেওয়া নিয়ে তিন গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষে অন্তত অর্ধশত আহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার সদর পয়েন্টে এই সংঘর্ষ হয়।
পরে আহতদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নামপরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, শনিবার সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার এলাকায় মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে উপজেলার কাঁঠালবাড়ি, বর্নি ও কোম্পানীগঞ্জ এলাকার লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। রাত নয়টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। দোকানে ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করে লোকজন।
কোম্পানীগঞ্জ থানার ওসি আল মাহমুদ আদনান জানান, সন্ধ্যা ছয়টার দিকে মোবাইল চার্জ দেওয়া নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এ নিয়ে তিনটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা হয়েছে।
কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাকেরা খাতুন জানান, রাত ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআর