ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

কারাবাস শেষে মুক্তি, দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নাগরিক

প্রকাশিত: ০০:৪২, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০০:৪৬, ১৫ ডিসেম্বর ২০২৪

কারাবাস শেষে মুক্তি, দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নাগরিক

এক বছর পর ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বেনাপোল দিয়ে ছয় বাংলাদেশি নাগরিককে হস্তান্তর করেছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিটে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা ছয় বাংলাদেশি হলেন: 

রাজু সরদার (৩১) - বাগেরহাটের রামপাল থানার ঠেঙ্গামারী গ্রামের।
ইসরাত খান (৪৮) - কামরাঙ্গা গ্রামের মৃত্যু জিন্দার আলী খানের ছেলে।
মোহাম্মদ আলী শেখ (২১) - হাসান শিকারির ছেলে, কামরাঙ্গা।
বাবুল রশিদ (৪১) - আব্দুর রশিদের ছেলে, একই এলাকার।
ইলিয়াস শেখ (৫১) - শ্রী পালতলা গ্রামের মজিদ শেখের ছেলে।
শেখ রাসেল (৩৬) - বানসাতালী গ্রামের শেখ মুকাসের আলীর ছেলে।

ফেরত আসা রাজু সরদার জানিয়েছেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মাছ ধরার সময় ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে দমদম থানায় সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আদালতে প্রেরণ করা হলে, তাদের প্রতি এক বছর করে সাজা প্রদান করা হয়। দমদম সেন্ট্রাল কারাগারে এক বছর সাজা ভোগ করার পর, শনিবার তারা দেশে ফেরত আসেন।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভূঁইয়া জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

রাজু

×