খুলনা রেলওয়ে স্টেশন।
খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে পতিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও শেখ হাসিনাকে নিয়ে প্রচারণার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
এদিকে, পতিত স্বৈরাচারের ভিডিও ভাইরাল হওয়ার পর রেল স্টেশনের মাস্টারকে অবরুদ্ধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা। ভিডিওতে দেখা যায় খুলনা রেলওয়ে স্টেশনের ডিজিটাল স্ক্রিনে লেখা, ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরে আসবে; জয় বাংলা জয় বঙ্গবন্ধু; শেখ হাসিনা আবার আসবে।
এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে রেলস্টেশনের অবস্থান নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, জনতা। এ সময় তাদের স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে দেখা যায়।
এদিকে প্রায় একই সময় নগরীর বয়রাস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের স্ক্রিনেও একই ধরনের ভিডিও ভাইরাল হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর রেলস্টেশনের প্রবেশপথের ডিসপ্লেতে ‘ছাত্রলীগ আবার ভয়ংকরূপে ফিরবে ,শেখ হাসিনা আবার আসবে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান প্রদর্শিত হতে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে প্রদর্শিত হতে থাকে স্লোগানটি। ঘটনাটি সেখানে চলাচলরত যাত্রী ও সাধারণ মানুষের চোখে ধরা পড়লে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। দ্রুত আশপাশ এলাকায় এই খবর ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক সেখানে খুলনা মহানগর বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
তারা বলেন, একটি সরকারি সেবা প্রতিষ্ঠানে প্রধান ফটকের এ ধরনের উস্কানিমূল স্লোগান প্রদর্শন করার পেছনে স্টেশনের ভেতর ঘাপটি মেরে থাকা কতিপয় কর্মকর্তা কর্মচারী জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মিছিল করেন । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও রেলওয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ মিছিল করে। পরবর্তীতে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর সিমেট্রি রোডের ত্রিপোলি সাইন নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী আসলাম হোসেন সেন্টুকে আটক করে।
খুলনা রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফেরদৌস আলম খান বলেন, সন্ধ্যার দিকে আমরা মেসেজ পেয়েছি, এখানে ডিজিটাল স্ক্রোলিংয়ে বাজে একটা লেখা আসছিল। দেখার পর রেলওয়ে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দেয়। আসলাম হোসেন সেন্টু নামে একজন এটি কন্ট্রোল করে।
স্থানীয় জনতা ও রেলওয়ে কর্তৃপক্ষ তাকে আটক করে। খবর পেয়ে আমরা তাকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিয়াদ