ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ফটিকছড়িতে মসজিদের পুকুরে বৃদ্ধার মরদেহ

নিজস্ব সংবাদদাতা ,ফটিকছড়ি,চট্টগ্রাম।

প্রকাশিত: ২২:৪৩, ১৪ ডিসেম্বর ২০২৪

ফটিকছড়িতে মসজিদের পুকুরে বৃদ্ধার মরদেহ

বৃদ্ধার ভাসমান মরদেহ

চট্টগ্রামের ফটিকছড়িতে মসজিদের পুকুর থেকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার(১৪ডিসেম্বর)  ফটিকছড়ি পৌরসভার ৭ নং ওয়ার্ড বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে মরদেহটি ভেসে ওঠে। কীভাবে মারা গেছেন তা তাৎক্ষণিক জানা যায়নি।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মসজিদের পুকুরে মরদেহটি ভাসতে দেখে তারা থানায় খবর দেন। এরপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা এহসান বলেন, ওই নারী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ইউনুস মেম্বার বাড়ির বাসিন্দা বলে জানতে পেরেছি।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

সাইদুর

×