ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

খাগড়াছড়িতে বার এসোসিয়েশন সভাপতি ও আ’লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা গ্রেফতার

পার্বত্যাঞ্চল প্রতিনিধি,খাগড়াছড়ি

প্রকাশিত: ২১:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:৫৬, ১৪ ডিসেম্বর ২০২৪

খাগড়াছড়িতে বার এসোসিয়েশন সভাপতি ও আ’লীগের যুগ্ম সম্পাদক আশুতোষ চাকমা গ্রেফতার

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও খাগড়াছড়ি বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. আশুতোষ চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাত সারে ৮ টার দিকে জেলা শহরের মধুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা।  আশুতোষ চাকমা খাগড়াছড়িতে   আইনজীবীদের সংগঠন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি। 

ওসি মো. আব্দুল বাতেন মৃধা, জানান " রাত সারে ৮টার দিকে মধুপুরের নোয়াপাড়া এলাকায় নিজ বাসা থেকে এ্যাড.আশুতোষ চাকমা কে গ্রেফতার করা হয়। খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় তাঁর  বিরুদ্ধে অন্তত ২০টির অধিক মামলা রয়েছে।  আগামীকাল তাকে আদালতে তোলা হবে।

রাজু

×