ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ফরিদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস‌ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আবিদু্র রহমান নিপু

প্রকাশিত: ২১:৫০, ১৪ ডিসেম্বর ২০২৪

ফরিদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস‌ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ফরিদপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ‌ সকাল সাড়ে দশটার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায়‌ উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইয়াছিন কবির, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ফরিদপুর পৌরসভার প্রশাসক চৌধুরী রওশন ইসলাম, ফরিদপুর জেলা  বিএনপির আহবায়ক  মুদাররেস আলী ঈসা, বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রতিনিধি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিবর্গ আলোচনা সভায় বক্তারা বলেন, " আমরা ১৯৪৭ সাল থেকেই বৈষম্যের শিকার হয়ে ছিলাম। তখন থেকেই এদেশের বুদ্ধিজীবীগণ তাদের বিভিন্ন লেখনী ও কর্মের মাধ্যমে পাকিস্তান সরকারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন৷ এজন্য আমরা যখন বিজয়ের দাড়প্রান্তে তখন পরাজয় বুঝতে পেরে দেশকে মেধাশূন্য করার জন্য, বাঙ্গালী জাতি যাতে মাথা উচু করে দাড়াতে না পারে সেজন্য দেশের সূর্যসন্তান  বুদ্ধিজীবীদেরকে হত্যার নীলনকশা বাস্তবায়ন করে। কিন্তু তারা আমাদেরকে পরাধীন করে রাখতে পারেনি৷ পাকিস্তানের কাছ থেকে স্বাধীন হলেও আমরা প্রকৃত স্বাধীনতা পাইনি। বিশেষ করে গত ১৬ বছর আমাদের স্বাধীনতার চেতনাকে বাক্সবন্দি করে রাখা হয়েছিল। কিন্তু এখন ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি সেই নতুন বাংলাদেশে আমরা মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনাকে ধারণ করে গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার, সাম্য, মানবাধিকার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে পারি সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। 
বক্তারা বলেন,  আমাদের সবাইকে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং ২০২৪ এর বৈষম্যবিরোধী চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

রাজু

×