ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

খেলায় ছেলের সঙ্গে বাকবিতন্ডা, অতঃপর মা’কে খুন

নিজস্ব সংবাদদাতা,পটিয়া

প্রকাশিত: ২১:২৩, ১৪ ডিসেম্বর ২০২৪

খেলায় ছেলের সঙ্গে বাকবিতন্ডা, অতঃপর মা’কে খুন

নিহত শিউলি আক্তার

চট্টগ্রামের পটিয়ায় ছেলেদের ক্রিকেট খেলায় বাকবিতন্ডার জের ধরে শিউলি আক্তার (৩৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।

 

শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৯নং ওয়ার্ড সিরাজ গাজীর বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিউলি আক্তার সিরাজ গাজীর বাড়ির মো. মুসার স্ত্রী। 

এই বিষয়ে নিহতের ছেলে মো. হামীম জানান, শনিবার সকালে তার ছোট ভাই শামীম স্থানীয় আলভীসহ (১৯) আরো  কয়েকজনের সঙ্গে পাশ্ববর্তী জায়গায় ক্রিকেট খেলতে যায়। খেলার এক পর্যায়ে বাকবিতন্ডার জের ধরে আলভী তার ভাই শামীমকে মারধর করে।  ঘটনার পর  বাড়িতে একাধিকবার গিয়ে হুমকি  দেন। হামীমের মা আলভিকে ঝগড়া না করে চলে যেতে বলেন। কিন্তু আলভি চলে না গিয়ে ঝগড়া করতে থাকে। এর এক পর্যায়ে আলভির পরিবারের লোকজন হামীমের মাকে মারধর করে। এই খবর শুনে হামীম ও তার বাবা চাকরি থেকে বাড়ি এসে ঝগড়ার বিষয়ে জানতে চাইলে তাকেও মারধর করা হয়। ঘটনার এক পর্যায়ে আলভির হাতে থাকা ছুরি দিয়ে শিউলি আক্তারকে আঘাত করে।  পরে প্রতিবেশীরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার শাওরিন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই তিনি মারা যান। ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন পটিয়া থানা পুলিশের একটি টিম। তবে রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি

ফুয়াদ

×