যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ করে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার আয়োজনে তারাকান্দি যমুনা সার কারখানার প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি যমুনার গেট থেকে বের হয়ে সরিষাবাড়ী-ভুয়াপুর-তারাকান্দি মহাসড়ক প্রদক্ষিণ করে ফের যমুনার গেটে গিয়ে শেষ হয়। পরে কারখানার ব্যবস্থাপনা পরিচালক বরাবর একটি স্বারকলিপি দেন নেতারা। মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ জানুয়ারি গ্যাস সংকটের অজুহাতে তারাকান্দি যমুনা সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে তিতাস কর্তৃপক্ষ। কারখানায় গ্যাস না থাকায় প্রায় ১১ মাস যাবৎ ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। দীর্ঘদিন যমুনায় উৎপাদন বন্ধ থাকায় কারখানার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। চলতি বোরো মৌসুমে কমান্ডিং এলাকায় সার সংকট দেখা দিতে পারে। অতি দ্রুত চালু না হলে কৃষক বিপ্লব ঘটবে বলে জানান। এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক আল-আমিন মিলু, সদস্য সচিব আবুল কালাম আজাদ প্রমুখ।
মাদারীপুরে স্বামী-স্ত্রীকে
কুপিয়ে জখম
নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ও শিবচর ॥ জমিজমা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে স্বামীর ডান চোখ ক্ষতিগ্রস্ত হওয়ায় আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার শিবচর উপজেলার ভদ্রাসন এলাকায় এ ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী