ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ১৭:১৯, ১৪ ডিসেম্বর ২০২৪

ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে

শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দেশের বুদ্ধিজীবি, শিক্ষাবিদ, চিকিৎসক, বিজ্ঞানী, সাহিত্যিক, সাংবাদিক ও শিল্পীসহ বহু গুণীজনকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী। এর ঠিক দুদিন পর ১৬ ডিসেম্বর জেনারেল নিয়াজির নেতৃত্বে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। এর আগে বাজার রোডের ট্রাকস্ট্যান্ড সংলগ্ন বধ্যভূমি স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী, সহকারী কমিশনার শাহাদাত হোসেন খান, ঈশ্বরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলামসহ নৌপুলিশ, ঈশ্বরদী পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দলসহ অন্যান্যরা বধ্যভূমিতে বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ঈশ্বরদী উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আলী

×